‘বাংলাদেশের পঞ্চাশ বছর’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের উদ্যোগে ‘বাংলাদেশের পঞ্চাশ বছর’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বৃহস্পতিবার চবি ভিসি দফতরের সিনেট রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সেকান্দর চৌধুরী এবং চবি:প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তাফা, স্বাগত বক্তব্য রাখেন চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের সদস্য প্রফেসর ড. মো: শাহেদুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘বাংলাদেশের পঞ্চাশ বছর’ শীর্ষক গ্রন্থের প্রবন্ধ লেখক চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ), চবি ইতিহাস বিভাগের প্রফেসর ও চবি প্রেসের প্রশাসক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা