মিরসরাইয়ে ছাদ থেকে পড়ে আলেমের মৃত্যু
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
নিজ বাড়ির ছাদ থেকে নিচে পড়ে মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার সাবেক আরবি প্রভাষক ও ঐতিহাসিক গফুর শাহ জামে মসজিদের খতিব মাওলানা বাকি বিল্লাহ সাদেকী (৭০) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে চমেকে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তিনি উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা হাবিব উল্লাহ সাদেকীর ছেলে। অত্যন্ত, নম্র, বিনয়ী সর্বজন পরিচিত এই আলেমের মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
উনার ছোট ছেলে মাসুম বিল্লাহ জানান, দুপুর ১২টার দিকে বাবা ট্যাংকিতে পানি আছে কি না দেখতে ছাদে উঠেন। এরপর অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
মায়ানী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইয়াসিন মিয়া জানান, রাত ১০টায় বড়তাকিয়া বড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ দিকে এই আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম- ১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন। তারা তার রূহের মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা