১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুর্নীতি দমনে নারায়ণগঞ্জে দুদকের অ্যাকশন শুরু

-

দুর্নীতি দমনে শিল্পনগরী নারায়ণগঞ্জে অ্যাকশন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ২৮টি সংস্থার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানান অনিয়ম ও দুর্নীতির ৫৫টি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর মধ্যে ৫০টি অভিযোগের সমাধান করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সময় নির্ধারণ করে দেয়া দুদক । বাকি পাঁচটি গুরুতর অভিযোগ আমলে নিয়ে সরাসরি তদন্তের দায়িত্ব নিয়েছে দুদক।
এদিকে স্বাস্থ্য খাতে বেপরোয়া অনিয়ম দুনীতির অভিযোগ আমলে নিয়ে অভিযান শুরু করে দুদক। তারই অংশ হিসেবে বুধবার নারায়ণগঞ্জ শহরের একিিট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় দুদক। অভিযানে ওই ডায়াগনস্টিক সেন্টারের অনেক জালিয়াতির প্রমান পায় দুদক।
দুদকের কাছে ভুক্তভোগীরা ভূমি অফিসের এক কানুনগোর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ডিপিডিসির বিরুদ্ধে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করে গ্রাহকদের হয়রানি, রাজধানী উন্নয়ন করপোরেশনের বিরুদ্ধে নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ, তিতাসের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরেও আর্থিক লেনদেনের বিনিময়ে পুনরায় সেই সংযোগ স্থাপনের অভিযোগ এবং ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য চিকিৎসকদের সাথে কমিশন বাণিজ্যের অভিযোগ দেয় । দুদক এসব অভিযোগ সিরিয়াসভাবে আমলে নিয়ে এ পাঁচটি অভিযোগ সরাসরি তদন্ত করে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়।
দুদকের গণশুনানিতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, তিতাস গ্যাস, ডিপিডিসি, বিআইডব্লিউটিসি, রাজউক, ভূমি অফিস, সাবরেজিস্ট্রার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ বিভাগ, সিটি করপোরেশন, জেলা কারাগার, জেলা পুলিশ, সদর উপজেলা আনসার ও ভিডিবি, খানপুর ৩০০ শয্যা হাসপাতালসহ ২৮টি সংস্থার বিরুদ্ধে। এসব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন ভুক্তভোগী সেবা গ্রহীতারা।
দুর্নীতি দুদক কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক বলেন, ‘সব ধরনের সুনির্দিষ্ট অভিযোগ দুদক গ্রহণ করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেবে। পাশাপাশি অভিযোগকারীদের নিরাপত্তার বিষয়টিও দুদক নিশ্চয়তা দেবে। অভিযোগকারীরা যাতে কারোর দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারে দুদক আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার করবে।’


আরো সংবাদ



premium cement
মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

সকল