গজারিয়ায় টানা ৩ দিনের অভিযানে ২৯ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন
- গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় টানা তিন দিন অভিযান চালিয়ে ২৯ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেখানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় ৪৬ দিন পর গ্যাস পাচ্ছেন বৈধ গ্রাহকরা।
অভিযানের তৃতীয় দিন বুধবার (১২ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফারুক।
টানা তিন দিনের অভিযানে ভবেরচর,বাউশিয়া ও গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অবৈধ গ্যাস সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়। সম্মিলিতভাবে এই লাইনগুলোর দৈর্ঘ্য প্রায় ২৯ কিলোমিটার। এসব অবৈধ লাইনের মাধ্যমে প্রায় ৭ হাজার অবৈধ সংযোগ চালু ছিল বলে জানিয়েছে তিতাস। অভিযানে প্রায় ৬ হাজার ফুট বিভিন্ন ধরনের পাইপ ও কয়েক হাজার রাইজার উঠিয়ে নিয়ে যায় তিতাস। গ্যাস চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ১২ স্পটে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, শুধু জুন মাসে চার দিন আমরা গজারিয়া অভিযান পরিচালনা করেছি। টানা তিন দিন ধরে আমাদের অভিযান চলছে। অভিযানের তৃতীয় দিন বুধবার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষি এলাকায় অভিযান চালাই আমরা। এ সময় পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিন দিনের অভিযানে মোট ২৯ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হলো। আমাদের অভিযান চলমান থাকবে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তিতাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডি মো: হারুনুর রশীদ মোল্লাহ বলেছেন, গত কয়েক মাস আগেও অভিযান চালিয়ে গজারিয়া উপজেলার সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম আমরা। তবে অভিযানের পরপরই অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পুনরায় রাতের আঁধারে সংযোগ নিয়ে ফেলেছিল। বাধ্য হয়ে গত ২৭ এপ্রিল থেকে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছি আমরা। টানা অভিযানে আবারো সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজকালের মধ্যে বৈধ গ্রাহকরা গ্যাস পাবেন।
উল্লেখ্য, কোনো রকম ঘোষণা ছাড়াই গত ২৭ এপ্রিল থেকে গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয় এই উপজেলায় বৈধ গ্রাহকদের তুলনায় অবৈধ গ্রাহকের সংখ্যা বেশি হওয়ায় বাধ্য হয়ে তারা গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। এর আগেও গত ফেব্রুয়ারিতে এই এলাকায় ২০ দিন গ্যাস সরবারহ বন্ধ রেখেছিল তিতাস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা