০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে গোলটেবিল আলোচনা

-

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে গতকাল এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ৭মবারের মতো দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। বিশ্ব ফ্যাটি লিভার দিবসের এবারের প্রতিপাদ্য ছিল- কম খাই হাঁটি বেশি, ফ্যাটি লিভার দূরে রাখি। গোলটেবিল আলোচনায় সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সাবেক প্রফেসর ডা: মো: গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) প্রফেসর ডা: এস এম মতিউর রহমান। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রফেসর ডা: মো: শাহিনুল আলম। সম্মানিত বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মো: রুহুল আমিন, ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের অধ্যাপক মোহাম্মদ আলী ও সাংবাদিক মো: মুসা মিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, লিভার রোগজনিত মৃত্যু বর্তমানে বিশ্বব্যাপী মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসাবে পরিচিত। এ রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। শুধু খাদ্যাভ্যাস, হাঁটার অভ্যাস ও জীবনযাত্রার ধরন পরিবর্তন এবং ওজন কমানোর মাধ্যমে ফ্যাটি লিভার প্রতিরোধ সম্ভব। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement