০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ও বিআইবিএমের যৌথ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

-

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) যৌথ উদ্যোগে ৫ দিনব্যপী ‘শরিআহ অডিট অব ইসলামিক ব্যাংকিং অপারেশনস’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিন গতকাল বিআইবিএম ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এ দিনে ক্লাস নেন বিআইবিএমের প্রফেসর ড. শাহ মো: আহসান হাবীব এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো: আলমগীর, সিআইপিএ, সিএসএএ।
সমাপনী পর্বে বক্তব্য রাখেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ও ঢাকা ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মু: ফরীদ উদ্দীন আহমাদ, সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো: আবদুল্লাহ শরীফ, সিআইপিএ, সিএসএসএএ এবং ইনসেইফ ইউনিভার্সিটি, মালয়েশিয়ার রিসার্চ ফেলো ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের রিসার্চ অ্যাডভাইজার মেজবাহ উদ্দীন আহমেদ, এফসিসিএ, সিআইপিএ, সিএসএএ।
প্রোগ্রামটি যৌথভাবে পরিচালনা করেন বিআইবিএমের প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো: আলমগীর, সিআইপিএ, সিএসএসএএ, বিআইবিএমের অ্যাসোসিয়েট প্রফেসর ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের অ্যাকাডেমিক অ্যাডভাইজার ড. মো: মহব্বত হোসেন, ডিআইবি, সিএসএএ, সিআইপিএ, সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ (প্রশাসন) সৈয়দ সাখাওয়াতুল ইসলাম, পিএইচডি ও প্রিন্সিপাল অফিসার জনাব মুহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক, সিএসএএ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement