১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বড়াইগ্রামে ট্রাক থামিয়ে গরু লুট : চালক-হেলপার আটক

-

নাটোরের বড়াইগ্রামে সড়কে ট্রাক থামিয়ে গরুর ব্যবসায়ীর চোখে মরিচগুঁড়া ছিটিয়ে ও মারধর করে চারটি গরু লুট করা হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।
ডাকাতদের মারধরে আহত গরু ব্যবসায়ী দবির উদ্দিন (৫৬) পাবনার ইশ্বরদী উপজেলা সারিকাজি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। আটক ট্রাকের চালক পাবনার চাটমোহর উপজেলা মথুরাপুর গ্রামের মোতাহার আলীর ছেলে আব্দুল আলীম (৩৩) ও চালকের সহকারী আনকুটিয়া গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে স্বাধীন হোসেন (২১)।
আহত গরু ব্যবসায়ী দবির উদ্দিন জানান, তিনি ও তার ব্যবসায়িক অংশীদার বড়াইগ্রামের রাজাপুর বাজারের শাহজাহান কবির কোরবানি সামনে রেখে চারটি গরু কেনেন। পরে শনিবার রাতে বিক্রি করার জন্য ট্রাকে করে গরুগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে পৌঁছলে একটি ট্রাক সামনে দাঁড়ায়। তখন চালক গরুর ট্রাকটি পাশর্্বসড়কে নামিয়ে দেয়। তারপর গরুগুলো তাদের ট্রাক থেকে নামিয়ে ডাকাতরা ওই ট্রাকে তুলে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা তার চোখে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে তাকে পিটিয়ে জখম করে। এরপর তাকে গাছের সাথে বেঁধে মাথায় পিস্তল ধরে রাখে। পরে ট্রাক নিয়ে ডাকাতরা চলে গেলে তিনি বাঁধন খুলে পাশের বাড়িতে গিয়ে তাদের সহায়তায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। দবির উদ্দিন বলেন, এ ঘটনার সাথে জড়িত বলেই চালক ও তার সহকারী ট্রাক থামিয়ে দূরে চলে যায়। গরুর অপর মালিক শাহজাহান কবির বলেন, কোরবানির ঈদ সামনে রেখে আমরা দু’জন মিলে চারটি গরু ছয় লাখ ৩০ হাজার টাকা দিয়ে কিনেছিলাম। চাটমোহরের চৌধুরীপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে আজিমুদ্দিনের ট্রাকে করে শনিবার রাতে ঢাকায় গরু বিক্রি করার জন্য দবির উদ্দিনকে পাঠিয়েছিলাম। আমার ধারণা ট্রাকের চালক ও তার সহকারীকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে গরু উদ্ধার করা যাবে। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মুরমু বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। খুব দ্রুত খোয়া যাওয়া গরু উদ্ধার করতে করা সম্ভব হবে বলে আশা করছি।

 


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা

সকল