১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী

-

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিশুকে শুধু পড়ালেখার চাপ না দিয়ে খেলাধুলার সুযোগ দিতে পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। গতকাল রোববার সকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুর সুস্থ ও সুন্দরভাবে গড়ে উঠতে কার্যকর ভূমিকা রাখে। যার মাধ্যমে শিশু শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সহযোগিতা ও পরমত সহিষ্ণু হয়ে বেড়ে ওঠে। দেশপ্রেম ও কর্তব্যপরায়ণ হয়ে ওঠার ক্ষেত্রেও খেলাধুলার বিরাট ভূমিকা রয়েছে।
আশুলিয়ায় পুরস্কার বিতরণ
এ দিকে আশুলিয়াতে গতকাল রোববার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ইয়ারপুর ইউনিয়নের চূড়ান্ত ফুলবল খেলার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গোমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪-৩ গোলে বিজয়ী হিসেবে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেছে জিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় আর রানার্সআপ হয়েছে গোমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াসমা আরমিন। গোমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো: জাহাঙ্গীর আলম, সংরক্ষতি মহিলা আসনের সদস্য লুৎফা বেগম হাওয়া, গোমাইল উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল বারেক মোল্লা, সহকারী প্রধান শিক্ষক আব্দুল সাত্তার দেওয়ান, গোমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম, রাজিব পলান, সাবেক সদস্য মো: আলী মণ্ডল ও ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা।

 


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত

সকল