বেনজীরের স্ত্রী-সন্তানকে দুদকে জিজ্ঞাসাবাদের নতুন তারিখ ২৪ জুন
- নিজস্ব প্রতিবেদক
- ১০ জুন ২০২৪, ০১:০২
পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৪ জুন সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আইনজীবীর মাধ্যমে আবেদনের পর গতকাল রোববার দুদকের পক্ষ থেকে এই সময় দেয়া হয়েছে। এর আগে বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ জুন সময় দেয় দুদক।
দুদক সূত্র জানায়, সাবেক আইজিপিকে প্রথমে গত ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেয়া হয়েছিল। কিন্তু তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করলে তাকে ২৩ জুন সময় দেয়া হয়। ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেয়া হয়েছিল তার স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরকে। গতকাল রোববার তারাও সময় চেয়ে আবেদন করলে কর্তৃপক্ষ ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য সময় নির্ধারণ করেছে। গত ২৩ মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ক্রোক ও ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এরপর গত ২৬ মে বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের আরো ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত। বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব অবরুদ্ধ করা ছাড়াও ৬২৭ বিঘা স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেয়া হয়। ইতোমধ্যে সেসব স্থাবর সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা