যাত্রাবাড়ী সরণি খাল দখলমুক্ত করার দাবি
- ০৮ জুন ২০২৪, ০১:০৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়রের দায়িত্ব পালনের চার বছর শেষ হলেও উল্লেখযোগ্য কোনো কাজ এখনো বাস্তবায়ন করতে পারেননি। নির্বাচনী ইশতেহারে খাল ও নদী পুনরুদ্ধারের পাশাপাশি সবুজায়ন করার ঘোষণা থাকলেও যা উপেক্ষিতই রয়েছে।
গতকাল ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ী থানার পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন যাত্রাবাড়ী থানা শাখা। এ সময় বক্তারা যাত্রাবাড়ী জিয়া সরণি খাল দখল মুক্ত রাখা ও খালপাড় দৃষ্টিনন্দন করার দাবি জানান।
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা সৈয়দ আবুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ আব্দুস সালাম বাবু। প্রধান আলোচকের বক্তৃতা করেন, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি সেলিনা চৌধুরী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, দৈনিক আলোকিত বাংলাদেশের সহসম্পাদক মাহমুদ সালেহীন, জনতা বাগ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আজহার হোসেন, ৬০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সনি ভূষণ তত্ত্ব প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা