০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

চার বছর ধরে ধারাবাহিকভাবে কমছে শিক্ষা খাতের বরাদ্দ

মোট বরাদ্দেও শুভঙ্করের ফাঁকি ইউনেস্কোর প্রস্তাব ৬ শতাংশ
-

আগামী অর্থবছরের জন্য শিক্ষাখাতে মোট বরাদ্দ বৃদ্ধি করা হলেও জিডিপির আনুপাতিক হারে কমেছে শিক্ষায় বরাদ্দের হার। এ বরাদ্দ কমছে বিগত চার বছর ধরেই। গত ২০২১-২০২২ অর্থবছর থেকে ধারাবাহিকভাবেই জিডিপিতে শিক্ষাখাতের বরাদ্দ কমছে। যদিও শিক্ষায় মোট বরাদ্দ বৃদ্ধি দেখিয়ে অনেকটা শুভঙ্করের ফাঁকির আশ্রয় নেয়া হয়েছে। কেননা সরকার দেখাতে চাইছে চলতি অর্থবছরের মোট বরাদ্দের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ সাত দশমিক ৪২ শতাংশ বাড়িয়ে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দ মোট বাজেটের ১১ দশমিক ৮৮ শতাংশ।
গত চার বছরের বাজেটে শিক্ষাখাতের আর্থিক বরাদ্দের যে হার সেখানে আর্থিক মোট বরাদ্দ বৃদ্ধি দেখানো হয়েছে। যদিও এ চার বছরের মোট বাজেটের আকারে এসেছে বড় পবির্তন। বাজেটের আকার বড় হলে স্বাভাবিকভাবেই খাতভিত্তিক বরাদ্দও বাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে জিডিপির খাতওয়ারি আনুপাতিক হারে যে বরাদ্দ সেদিক থেকে শিক্ষায় ক্রমাগতভাবেই বরাদ্দ কমেছে।
আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, শিক্ষাখাতে মোট বরাদ্দ মোটা দাগে ছয় হাজার ৫৪৭ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। এ বাজেটে শিক্ষায় মোট বরাদ্দ দেয়া হয়েছে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা। গত বছরের বাজেটে এ বরাদ্দ ছিল ৮৮ হাজার ১৬৩ হাজার কোটি টাকা। অর্থাৎ বাজেটে অর্থ বরাদ্দের বিবেচনায় ছয় হাজার ৫৪৭ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।
অন্য দিকে জিডিপির আনুপাতিক হারে বাজেটে খাতওয়ারি আগামী অর্থবছরের (২০২৪-২৫) জন্য বাজেটে শিক্ষাখাতের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এক দশমিক ৬৯ শতাংশ। যদিও চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য শিক্ষায় বরাদ্দ রয়েছে এক দশমিক ৭৬ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরের জন্য শিক্ষায় বরাদ্দ ছিল এক দশমিক ৮৩ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের জন্য বরাদ্দ ছিল দুই দশমিক শূন্য ৮ শতাংশ।
এ দিকে আগামী ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষায় মোট বাজেট বাড়ছে ছয় হাজার ৫৪৭ কোটি টাকা। এ বছর শিক্ষায় মোট বাজেট প্রস্তাব করা হয়েছে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা, যা আগে ছিল ৮৮ হাজার ১৬৩ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৪ হাজার ১০৯ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা। এ ছাড়াও ২০২৪- ২৫ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় বাজেট বরাদ্দ ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা। গত অর্থবছরে এ বাজেট প্রস্তাব করা হয়েছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। এ ছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষায় বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা। গত অর্থবছরে এ বাজেট ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা।
শিক্ষায় ৬ শতাংশ বরাদ্দ চায় ইউনেস্কো
এ দিকে যেকোনো দেশের শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেয়ার পরামর্শ ইউনেস্কোর, যা বাংলাদেশের এ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে অনেক বেশি। অর্থমন্ত্রী মাহমুদ আলী তার বাজেট বক্তৃতায় আরো বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকরা সহায়ক হবে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় সঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে। উল্লেখ্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এ বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement