০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
আদালতের আদেশ অমান্যের অভিযোগ

আফতাবনগরে পশুর হাটের ফের ইজারা বিজ্ঞপ্তি প্রত্যাহারে নোটিশ

-

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল আপিল বিভাগ বহাল রেখেছেন। তারপরও আফতাবনগরে পশুর হাট বাসাতে ফের ইজারার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএসসিসি (ডিএনসিসি)। প্রতিষ্ঠানটির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ ৬ জুন আফতাবনগর পশুর হাটের জন্য দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
গতকাল বুধবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, উচ্চ আদালতের স্থগিত আদেশের পরও পুনরায় গত ৩১ মে আফতাবনগরে পশুর হাট বাসাতে দেয়া ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম প্রত্যাহার বা বন্ধ রাখতে আজ একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি প্রত্যার না করলে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করা হবে। এ ছাড়া এ মামলার আইনজীবী এম শামীম হোসাইনও জানিয়েছেন, পুনরায় ইজারা বিজ্ঞপ্তি দেয়ার বিষয়টি আমরা হাইকোর্টের নজরে আনব। এর আগে গত ৩ জুন রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর ডিএমসিসির ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। গত ৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। এ আদেশের ফলে কোরবানি ঈদে আফতাবনগরে পশুরহাট বসানো যাবে না, বলে আইনজীবীরা জানিয়েছিলেন।
আইনজীবী জানান, গত ৪ এপ্রিল ঢাকা ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে কোরবানি পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন।
এ বিজ্ঞপ্তিতে ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে আফতাবনগর হাটের অংশের বৈধতা নিয়ে রিট করেন আফতাব নগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কাজল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ২০০৯ আইনের ধারা ৩ (২) ও ১ম তফসিল অনুযায়ী আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড অধীন, যা ঢাকা নর্থ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত, এই এলাকার কাউন্সিলরও ঢাকা নর্থ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এবং ২০২৩ সালে ঢাকা নর্থ সিটি করপোরেশন পশুর হাটের জন্য ইজার বিজ্ঞপ্তি দিলে রিট করার পর ওই ইজারা হাইকোর্ট স্থগিত করেন। পরে নর্থ সিটি করপোরেশন আপিল করলে আপিল বিভাগ এল ব্লকের পর থেকে ২০২৩ সালের জন্য ইজারা দেয়ার অনুমতি দেন।


আরো সংবাদ



premium cement
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু আসামে খনিতে আটকা পড়ল ৯ শ্রমিক, ৩ জনের লাশের সন্ধান আবাহনীর কাছে হারল মোহামেডান অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ জুনের মধ্যে শেষ করার আহ্বান উপদেষ্টা ফারুকীর রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আল আমিন

সকল