০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রাজধানীতে বাস কাউন্টারে ছাত্রলীগ নেতার হামলা ও টাকা লুটের অভিযোগ

-

রাজধানীর আজিমপুরে গতকাল রাত সোয়া ৮টার দিকে ইডেন কলেজের তিন নম্বর গেটের বিপরীতে বিকাশ পরিবহনের বাস কাউন্টারে লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি শুভ দাস ও তার সহযোগীদের হামলায় বাস মালিকসহ তিনজন আহত হয়েছেন। এ ছাড়া কাউন্টার ভাঙচুর ও কর্মচারীদের বেধড়ক মারধর ছাড়াও নগদ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।
বাসমালিক বুলবুল জানান, রাত ৮টার দিকে আজিমপুর ইডেন কলেজের বিপরীত পাশে কাউন্টারের সামনে কর্মচারীদের নিয়ে দিনশেষে টাকার হিসাব করছিলেন। এমন সময় ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে শুভ্র সেখানে লাইনম্যান মিঠুকে খুঁজতে থাকেন। মিঠুুকে না পেয়ে তারা কাউন্টারের চেয়ার, টেবিল এবং ক্যাশের টেবিল ভাঙচুর করে। এ সময় বুলবুলের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, একটি বাটন ফোন এবং অফিসিয়াল কাগজপত্র নিয়ে যায়। এছাড়া বিকাশ পরিবহনের একটি বাসের হেড গ্লাস এবং সাইড গ্লাস ভাঙচুর করে। প্রতিবাদ করায় ড্রাইভার, হেলপারসহ বুলবুলকেও বেধড়ক মারধর করা হয়।
বাসের লাইনম্যান মিঠু জানান, সন্ধ্যায় আজিমপুর এতিমখানা বিকাশের কাউন্টারে একটি মোটরসাইকেল সরাতে বলায় ছাত্রলীগ নেতা উত্তেজিত হয়ে বাসের হেলপার লেলিনকে (৫৫) মারধর করেন। পরে তার চাচার কাছে অভিযোগ দেয়ার কারণে রাত ৮টার দিকে আজিমপুর ইডেন কলেজের বিপরীত পাশে আরেকটি কাউন্টারে হামলা হয়।
বিকাশ পরিবহনের চেয়ারম্যান হারুন অর রশিদ নয়া দিগন্তকে জানান, চার-পাঁচ বছর আগে ব্যবসা ভালো থাকার সময় তিনি বর্তমান লালবাগ থানার সভাপতি শুভ্র দাসের ভাই শ্যামল দাসের কাছে মাসে ২০ হাজার টাকা করে চাঁদা দিতেন। এইভাবে তিনি প্রায় দুই-তিন বছর চাঁদা দিয়েছেন। তবে বর্তমানে ব্যবসা মন্দা থাকায় তিনি গত এক বছর ধরে চাঁদা দিতে পারছেন না। তিনি অভিযোগ করেন যে, চাঁদা দিতে না পারার কারণেই শত্রুতার জেরে এতিমখানা ও ইডেন কলেজের বিপরীত পাশে তাদের কাউন্টারে হামলা চালানো হয়েছে।
লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন নয়া দিগন্তকে বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া সিসি ফুটেস সংগ্রহে কাজ চলছে।
এ বিষয়ে অভিযুক্ত শুভ্র দাস নয়া দিগন্তকে বলেন, এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না তিনি।


আরো সংবাদ



premium cement
আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত সরবরাহ বাড়লেও কাটেনি গ্যাসসঙ্কট মনের সংস্কার ছাড়া কোনো সংস্কারে কাজ হবে না যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলের বর্বরতা সম্মেলনে অংশ নিতে কাবা শরীফের সাবেক ইমাম বুখারি আসছেন দরপত্রে শর্ত দিয়ে কাজ বাগিয়ে শর্ত বিলোপ সরকারের ক্ষতি ১২৫ কোটি টাকা টঙ্গীতে কলেজছাত্রী, জকিগঞ্জে বৃদ্ধ নিহত বাংলাদেশে বিনিয়োগের জন্য ইউকের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান নদী দূষণরোধে এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা বিএনপির প্রবীণ নেতা এস এ খালেকের ইন্তেকাল রাজবাড়ীতে শীতবস্ত্র বিতরণ সেনাপ্রধানের

সকল