সিডিএ কর্ণফুলী হাউজিংয়ে পানি সঙ্কটের সমাধান শিগগিরই
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৫১৯টি প্লটের মেগা প্রকল্প কর্ণফুলী বামতীর হাউজিংয়ে সুপেয় পানি সঙ্কটসহ ৩৩ বছরের বিড়ম্বনার অবসান হতে চলেছে। এ সঙ্কট নিরসনে গতকাল চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৈশলী ইঞ্জিনিয়ার মাকসুদ আলম ও ভান্ডালজুরি প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার মো: মাহাবুব আলম এবং উপসচিব মো: নাজিম উদ্দিনের কার্যালয়ে দফায় দফায় প্লট মালিক নেতাদের বৈঠক হয়েছে। এসব বৈঠকে অতিসত্বর এই আবাসিক প্রকল্পে ওয়াসার ভান্ডালজুরি প্রকল্প হতে পানি সরবরাহে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওয়াসার এমডি ফজলুল্লাহসহ সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- প্লট মালিক সমিতির সভাপতি প্রিন্সিপ্যাল মোজাম্মেল হক, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সহসভাপতি গোলাম ওয়ারেছ, সাংগঠনিক সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মাদ ইয়াছিন, সদস্য আবদুল মালেক, ডা: রফিক, সাইফুজ্জামান চৌধুরী, আনোয়ারুল ইসলাম, আলহাজ মোয়াজ্জেম হোসেন, মোফাজুল হোসেন চৌধুরী, মো:. রিজোয়ান, ডা: ইবনে ইউনুচ, আবদুল মালেক, ফয়সাল আলম, মুবিনুল হক চৌধুরী, মো: ইকবাল প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা