১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ

-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টাসহ নানা অভিযোগ করেছেন তার স্ত্রী জয়া সাহা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এছাড়া এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ড. সঞ্জয়ের স্ত্রী জয়া। সংবাদ সম্মেলনে জয়ার মা ও বাবা উপস্থিত ছিলেন। জয়া সাহা জানান, ২০১৫ সালে পারিবারিকভাবে ড. সঞ্জয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয়া। বিয়ের পর থেকেই শারীরিকভাবে জয়াকে নির্যাতন করতেন ড. সঞ্জয়। পরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন জয়া। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীদের সাথে সঞ্জয়ের অশ্লীল চ্যাটিং, ফোনালাপ ও কুপ্রস্তাব তার নজরে আসে। এসব বিষয়গুলো ধরা পড়ার ভয়ে স্ত্রীকে ক্যাম্পাসে ক্লাসে আসতে বাধা দিতেন সঞ্জয়। এছাড়া ড. সঞ্জয় টাকার বিনিময়ে চাকরি নিয়েছেন বলে অভিযোগ করে তার স্ত্রী জানান, টাকার বিনিমযে চাকরি পাওয়ার বিষয়টি তার গ্রামে ‘ওপেন সিক্রেট’। বিয়ের সময়ে জয়ার বাবার কাছ থেকে ২৫ লাখ টাকা উপহার পান সঞ্জয়। এ টাকা দিয়ে চাকরির টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু এর পরেও স্ত্রীর বাবা-মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন তিনি। সন্তান সম্ভবা হওয়ার পরও তার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ করে জয়া জানান, সন্তান জন্মের পর দু’জনের ওপরই চলে নির্যাতন। এছাড়া একদিন বঁটি দিয়ে তিনি জয়ার গলায় কোপ দিতে উদ্যত হলে গৃহপরিচারিকা এসে তাকে বাঁচান। এক বছর আগে নাটোরে শ্বশুরবাড়িতে স্ত্রী ও সন্তানকে রেখে আসেন তিনি। এরপর তাদের কোনো খোঁজ নেননি তিনি। ১০ লাখ টাকা দিলে স্ত্রী-সন্তানকে বাসায় নিয়ে যাবে বলে তিনি জানিয়ে দেন বলে অভিযোগ তার স্ত্রীর। ভুক্তভোগী জয়া সাহা বলেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। আমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাই।
অভিযুক্ত শিক্ষক সঞ্জয় কুমার সরকার বলেন, এটা আমাদের পারিবারিক বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমার স্ত্রী ও সন্তানের জন্য আমার দরজা সবসময় খোলা। এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এসব পারিবারিক বিষয়ে আমরা কী করতে পারি? তারা আদালতে আসুক। আদালত যদি তাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল