১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রকাশিত খবরের প্রতিবাদ ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেডের

-

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) গত ৩ জুন দৈনিক নয়া দিগন্তে ‘নানা অনিয়মের অভিযোগে ডিএমডি মশিউরকে শোকজ’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে।
প্রতিবাদে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে সাবেক এমডি বর্তমান ডিএমডি মো: মশিউর রহমান বিভিন্ন সময়ে অবৈধভাবে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এটি একটি মিথ্যা ও বানোয়াট তথ্য। মূলত আইএলএফএসএলের কর্মকর্তাদের বেতন সিটি ব্যাংকের সাথে চলতি হিসাবে লেনদেন করা হয়। প্রতি মাসে সব কর্মকর্তার বেতন বাবদ অর্থ ছাড় করে যার যার সিটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।
প্রতিবাদে উল্লেখ করা হয়, অত্র প্রতিষ্ঠান থেকে দুর্নীতির গুরুতর অপরাধে কর্মকর্তা হাসান মোহাম্মদ তারেককে বিধি মোতাবেক চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু ওই ব্যক্তি, অত্র প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসেজে, লিখিতভাবে এবং মেইলের মাধ্যমে নানা রকম মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অভিযোগের মাধ্যমে অপপ্রচার করে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে, ইতোমধ্যে, আইএলএফএসএল কর্তৃপক্ষ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে অবহিতকরণে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করেছে।
প্রতিবাদে বলা হয়, সংবাদে উল্লিখিত, মো: মশিউর রহমান ও মানবসম্পদ বিভাগের প্রধান মো: জসিম উদ্দিন খানের উক্তি সংবাদ প্রতিবেদক গ্রহণ করেননি। সংবাদ প্রতিবেদক ইন্টারন্যাশনাল লিজিংয়ের কার্যালয় থেকে পাওয়া তথ্য যাচাই করেননি।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রতিবাদে বলা হয় যে, বর্তমান পরিচালক পর্ষদের ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর আস্থা রেখে বেশ কিছু আমানতকারী অত্র প্রতিষ্ঠানে অনেকেই নতুন আমানত সঞ্চয় করছেন এবং নতুন আমানতকারীদের সময়মতো তাদের আমানত নগদায়ন করতে পারছে। প্রতিষ্ঠানটি জনগণের আস্থা ও সুনাম পুনরুদ্ধারের জন্য আমানতকারীদের আমানত সামর্থ্য অনুযায়ী ফেরত দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার জন্য নতুন ঋণ বিতরণ এবং খেলাপি ঋণের বকেয়া আদায় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলমান আছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পুনর্গঠনের চেষ্টা করা হচ্ছে যাতে আমানতকারীদের আস্থায় ফেরা যায়।

 


আরো সংবাদ



premium cement