১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

-

গাজীপুরে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসীসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। চলতি মাসের মধ্যে ওই সড়কের সংস্কার কাজ শুরু করা না হলে আগামী ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের আল্টিমেটাম দিয়েছেন তারা। মঙ্গলবার (৪ জুন) মহানগরীর কোনাবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ গ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গাজীপুর সিটি করপোরেশনের শিল্পাঞ্চলের প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কটি প্রায় ১০ বছর ধরে সংস্কার হয়নি। ফলে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সড়কে ছোট বড় অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তায় কাদামাটি ও পানি জমে অনেকটা নর্দমায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দ পানিতে ভরপুর হয়ে রাস্তা তলিয়ে যায়। তখন ওই সড়কে গাড়িতে চড়ে বা হেঁটে যাওয়ার অবস্থা থাকে না। প্রায়শই ঘটে দুর্ঘটনা। ফলে আশপাশের অর্ধশতাধিক মিল-কারখানার শ্রমিক ও ১০-১২টি গ্রামের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়কে চলাচল করতে হচ্ছে। বেশ কিছুদিন আগে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ওই সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন কারখানার কর্মীসহ এলাকাবাসীদের।
মানববন্ধনের আহ্বায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার জানান, এ আন্দোলন সরকারবিরোধী নয়; মানুষের দুর্ভোগ লাঘবের আন্দোলন। চলতি জুন মাসের মধ্যে এ সড়কের সংস্কার কাজ শুরু করা না হলে আগামী ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এলাকাবাসী অবস্থান কর্মসূচি পালন করবে।
এ সময় থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়া থানা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার মুন্নি, সম্পাদক আঁখি ইসলামসহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement

সকল