১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে বর্জ্য অপসারণে বাধা ও পরিচ্ছন্নকর্মীদের মারধরের ঘটনায় ১৪ জন কারাগারে

-

গাজীপুর সিটি করপোরশনের বর্জ্য অপসারণ কাজে বাধা প্রদান, পরিচ্ছন্নকর্মীদের মারধর এবং চাঁদা দাবি করায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বর্জ্য অপসারণের ঠিকাদার মো: ফাহমিদুর রহমান। এ ঘটনায় অভিযুক্ত ১৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৩ মে গাজীপুর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের উত্তর খাইলকুর পলাগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজ গত ডিসেম্বর মাসে শেষ হয়। পরে সিটি করপোরেশন থেকে দরপত্র আহবান করা হলে রহম আলী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বর্জ্য ব্যবস্থাপনার কাজ পায়। গত ৪ মে ওই প্রতিষ্ঠান বর্জ্য অপসারণের কাজ শুরু করলে পূর্বের ঠিকাদার জামাল খান ও তার লোকজন বর্জ্য অপসারণে বাধা প্রদান করে। সে নতুন ঠিকাদার ফাহমিদুর রহমানের কাছে দুই লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের বেধড়ক মারধর করে জামাল খান ও তার লোকজন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিচ্ছন্নতাকর্মীদের উদ্ধার করে আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গত ২৮ মে জামাল খানকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করেন ঠিকাদার ফাহমিদুর রহমান। অভিযুক্ত ১৪ জন রবিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত ওই আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল