জবির সবাইকে স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে : জবি ভিসি
- জবি সংবাদদাতা
- ০৪ জুন ২০২৪, ০১:৫২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. সাদেকা হালিম।
সোমবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের ইন্তেকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আশ্বাস দেন।
ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবীমা চালু হয়েছে বেশি দিন হয়নি। সেখানে শুধু শিক্ষক, কর্মকর্তারা না শিক্ষার্থীরাও বীমার আওতায় রয়েছেন। আমরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে বীমার আওতায় নিয়ে আসব।
‘প্রতিদিনই সাহায্যের জন্য আবেদনের চিঠি আসে। যতটা সম্ভব হয় আমরা সাহায্য করি। কিন্তু বেশি ফান্ড তো নেই। তাই স্বাস্থ্যবীমাটা খুব প্রয়োজন। আমরা স্বাস্থ্যবীমাটা নিয়ে আরো আলোচনা করে সিন্ডিকেটের মাধ্যমে পাস করব। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, বিভিন্ন দফতরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো: মমিন উদ্দীন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।