১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হজ যাত্রীদের জন্য সাবেক মেয়র মনজুর আলমের দোয়া মাহফিল

-

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম তার এইচ এম বাসভবন অডিটরিয়ামে বাংলাদেশী হজযাত্রীদের জন্য খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। গত শনিবার বাদ মাগরিব থেকে এসব ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে ২০১ জন হাফেজ, আলেম ও ওলামা অংশগ্রহণ করেন। খতমে কোরআন, মিলাদ, কেয়াম ও দোয়া মাহফিল শেষে মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতপূর্ব মুসল্লিদের উদ্দেশে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, সচ্ছল মুসলমানদের উপর হজ ফরজ। ২০২৪ সালে সরকারি ও বেসকারি উদ্যোগে যেসব হজযাত্রী পবিত্র হজ পালনে যাচ্ছেন তিনি তাদের সুস্বাস্থ্য কামনা করেন। সাবেক মেয়র বলেন, আমাদের সাধ্যমতো অসচ্ছল ধর্মপ্রাণ মুসলিমদের ওমরা ও পবিত্র হজ পালনে সহযোগিতা করে যাচ্ছি। তিনি হজ যাত্রীদের কাছে দেশের জন্য দোয়া কামনা করেন। এ ধর্মীয় আয়োজনে মোস্তফা হাকিম পরিবারের আলহাজ মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ মোহাম্মদ সাহিদুল আলম, ফেরদৌস ইউসুফ, নুরুল আলম ভুট্টু, নেছার আহম্মদ, মোহাম্মদ শামসুদ্দোহা ও এয়াকুব নবীসহ নানা শ্রেণী ও পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল পবিত্র হজের উদ্দেশ্যে মোস্তফা হাকিম পরিবারে সদস্য আলহাজ মোহাম্মদ ফারুক আজম তার সহধর্মিণীকে সাথে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল