কিশোর পাতা উপন্যাস লেখা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- ০৩ জুন ২০২৪, ০০:০০
কিশোর পাতা আয়োজিত ‘কিশোর পাতা উপন্যাস লেখা প্রতিযোগিতা ২০২৩’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৩১ মে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের এক মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
পূর্বঘোষণা অনুযায়ী প্রথম পুরস্কার ১৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি, তৃতীয় পুরস্কার ৮ হাজার টাকার শিক্ষাবৃত্তিসহ মোট ১১ জনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেকের হাতে সনদপত্র, ক্রেস্টসহ মূল্যবান বই তুলে দেয়া হয়। কবি জাকির আবু জাফরের সভাপতিত্বে এবং আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন রাফে সালমান রিফাত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোর পাতার সহকারী সম্পাদক ফোরকান উদ্দিন ফয়সাল, কিশোর পাতা পরিবারের সদস্য ছাইদুল্লাহ সরদার, জোবায়ের হোসেন, ফয়জুল্লাহ মাহমুদ ও মো: নাহিদ হাসান প্রমুখ।
পুরস্কার বিজয়ী ৫ জন : প্রথম স্থান : মেশকে জান্নাত সাদিয়া, সৈয়দপুর মহিলা কলেজ, নীলফামারী। দ্বিতীয় স্থান : মুহাম্মাদ আদনান সাকিব, জামি’আ রাহমানিয়া আরাবিয়া, ঢাকা। তৃতীয় স্থান : নাদিম নওশাদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। চতুর্থ স্থান : ওয়ালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ, শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ, কুষ্টিয়া। পঞ্চম স্থান : হোজাইফা হোসাইন, টঙ্গী সরকারি কলেজ, ঢাকা। এ ছাড়াও বিশেষভাবে পুরস্কৃত করা হয় মো: মনিরুল ইসলাম, তন্ময় নাহা, মাহমিয়া আলম শান্তা, মারজিয়া মাইশা, জুয়েল রানা ও নুজহাত নওরিন প্রমুখকে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা