শেষ হলো চট্টগ্রাম কালচারাল একাডেমির সাংস্কৃতিক আড্ডা
- ০২ জুন ২০২৪, ০১:২৪
জৈষ্ঠ্যের পড়ন্ত বিকেল সুর্যের প্রখরতা কমলেও তার রেষ কাটেনি এখনো, প্রচণ্ড গরমের স্ফূলিঙ্গ ঝলসে দিচ্ছে প্রতিটি মুহূর্ত। তাই বলে কি সাংস্কৃতিক কর্মীদের কর্ম চাঞ্চল্যে ভাটা পড়তে পারে? না, তাইতো সব কিছুকে উপেক্ষা করে এক ঝাঁক সাংস্কৃতিক কর্মী ও ব্যক্তিদের সরব উপস্থিতিতে জমে উঠেছিল সাংস্কৃতিক আড্ডা। গণসংযোগ পক্ষ উপলক্ষে চট্টগ্রাম কালচারাল একাডেমি সিসিএ আয়োজন করেছিল এই আড্ডার। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম বহদ্দারহাটস্থ সিসিএ কার্যালয়ে এ আড্ডা অনুষ্ঠান সম্পন্ন হয়। সিসিএ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডার প্রধান অতিথি থেকে একে প্রাণবন্ত করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক রফিকুল হায়দার।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহিদুল করিম খানের প্রাণোচ্ছল সঞ্চালনায় আড্ডায় নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন উপস্থিত অনেকে, কারো কারো সঙ্গীত পরিবেশনায় আড্ডা ভরে উঠে সুরের মূর্ছনায়।
অনুষ্ঠানের শেষলগ্নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি, তিনি মহান আল্লাহর প্রশংসা করে বলেন, ইতিমধ্যেই লক্ষ্য করছি যে, দেশে সুস্থ সাংস্কৃতিকমনা যথেষ্ট পরিমাণ সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছে এবং এ দেশের মানুষ অপ-সংস্কৃতির বদলে সুস্থ ইসলামী সংস্কৃতিকে গ্রহণও করে নিচ্ছে। তারপরও এটাই বাস্তবতা যে বিশ্বব্যাপী অপ-সংস্কৃতির যে ভয়াবহতা ছড়িয়ে পড়েছে তার মোকাবিলায় আমাদের অর্জন আরো ব্যাপক ও বিস্তীর্ণ হওয়ার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আজকের সাংস্কৃতিক অঙ্গনের সব ব্যক্তিকে কুরআন হাদিসের ব্যাপক চর্চার মাধ্যমে নিজের মানোন্নয়ন করে একজন আদর্শিক সাংস্কৃতিক কর্মী হয়ে, আদর্শহীন অপ-সাংস্কৃতির বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে সামনে এগুতে হবে।
আড্ডা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিসিএ নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন, রহমতুল্লাহ, সিসিএ দক্ষিণ ওয়ার্ড সহসভাপতি অধ্যক্ষ আরিফ বিল্লাহ, সেক্রেটারি সাঈদুল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সিসিএ শাখাগুলোর দায়িত্বশীলরা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা