ঢাবি ভিসির সাথে জাপান কোরিয়া ফাউন্ডেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ০১ জুন ২০২৪, ০০:০০
মিতসুবিশি করপোরেশনের গ্লোবাল প্ল্যানিং অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের ঊর্ধতন কর্মকর্তা লি মিউং-হো-’র নেতৃত্বে জাপান-কোরিয়া ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কো-অপারেশন ফাউন্ডেশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কিম ইউজুং, উচিদা তোশিয়াকি এবং সুডো শুন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো: জাহাঙ্গীর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে; বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপান-কোরিয়া ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কো-অপারেশন ফাউন্ডেশনের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানসহ যৌথ সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আমাদের বিপুলসংখ্যক যুবসম্পদ রয়েছে কিন্তু বিশ্ববাজারে দক্ষ মানব সম্পদের অভাব লক্ষণীয়। তিনি যুবসম্পদকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। এ বিষয়ে জাপান-কোরিয়া ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কো-অপারেশন ফাউন্ডেশনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা