অধিগ্রহণ না করে জমি দখলের অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- ০১ জুন ২০২৪, ০০:০০
রাজধানীর মুগদার পর লালবাগে অধিগ্রহণ বা ক্ষতিপূরণ ছাড়াই জমি দখল করে মাঠ তৈরির অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসির) বিরুদ্ধে। উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে জমি দখলের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্তদের পক্ষে লালবাগের রাজ নারায়ণধর রোডের বাসিন্দা মো: ইকবাল হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, লালবাগের রাজ নারায়ণধর রোডের শহীদনগর মিনি স্টেডিয়াম প্রকল্পের মাঠের প্রায় ৪.৫ কাঠা জমির মালিক তিনি এবং মো: ইউসুফ রাব্বি। বিগত ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর ডা: একেএম আহম্মাদের কাছ থেকে সাফ কবলা দলিলে (দলিল নং-২২৫৭) ক্রয় করেন এবং পৈত্রিক সূত্রেও জমির মালিক হন। সিটি জরিপ হলে তার নিজের নামে ২৩৪১ ও ৮২৬৪ খতিয়ানের ৬৫৫৯ (অংশ), ৬৫৬১, ৬৫৭০, এবং ৬৫৭৯ (অংশ) দাগে সরকারের খাজনা পরিশোধ করছেন। ওই জমি ডিএসসিসি অধিগ্রহণ না করেই খেলার মাঠ তৈরি করতে দখল করেছে। এক্ষেত্রে কোনো নোটিশ বা ক্ষতিপূরণ দেয়া হয়নি। তারা ক্ষতিপূরণের মাধ্যমে জমি অধিগ্রহণ করার দাবি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা