ইকবাল ও নজরুলের সাহিত্য অহিংস বিশ্ব গড়তে সহায়তা করবে
- ০১ জুন ২০২৪, ০০:০০
অসাম্প্রদায়িক সুফিবাদী সাহিত্যে কবি ড. আল্লামা ইকবাল ও কাজী নজরুল ইসলাম যে সম্প্রীতির বার্তা রেখে গেছেন তা অহিংস ও শান্তিময় বিশ্ব গড়তে অসীম অবদান রাখতে পারে। আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হওয়ার পরও ‘সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থান হামারা’সহ ভারতের অগুনতি দেশাত্মবোধক জনপ্রিয় গান ও কবিতা রচনা করে শান্তিময় বিশ্ব গড়ার বার্তা দিয়ে গেছেন। তেমনি কবি নজরুল যেমন হামদ-নাত ও গজল রচনা করতেন তেমনি অসংখ্য শ্যামা সঙ্গীত রচনা ও সুর করে অহিংস ও ধর্মীয় সম্প্রীতির জয়গান গেয়ে গেছেন। তাদের সাহিত্য ও রচনা শান্তিপূর্ণ অহিংস বিশ্ব গড়তে দারুণভাবে আজো কার্যকর ভূমিকা পালন করতে পারে।
গত বৃহস্পতিবার বিকেলে আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির আয়োজনে সংগঠন সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে রাজধানীর হোটেল ফার্সে ড. আল্লামা ইকবাল ও কাজী নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা শীর্ষক সেমিনারে উপস্থিত সুধীজন উপরিউক্ত মন্তব্য করেন। সেমিনারে অংশগ্রহণ করেন (অব:) মেজর জেনারেল এহতেশামুল হক, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, ড. আনিসুজ্জামান, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. জাকারিয়া, ড. খালেকুজ্জামান, কবি আসলাম সানী প্রমুখ। পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস ফোকার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন।
সেমিনার শেষে সাহিত্য, কবিতা, মানবসেবায় বিশেষ অবদান রাখার জন্য ওয়াহিদা বানু, মিজানুর রহমান পাটোয়ারী, সাংবাদিকতায় সাজ্জাদ আরিফ, মাইন উদ্দিন মামুন, মাইদুর রহমান রুবেল, মাহবুব মুকুল, মোস্তফা কামাল মাহদী, রেজওয়ানুল হককে ড. মোহাম্মদ ইকবাল অ্যাওয়ার্ড দেয়া হয়। বিজ্ঞপ্তি।