১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৪ বরেণ্য ব্যক্তিকে নিয়ে সিএনসির স্মরণ ও পদক প্রদান অনুষ্ঠান

-

সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মাহমুদা খাতুন সিদ্দিকা, শাহাবুদ্দীন আহমদ ও আসকার ইবনে শাইখসহ বরেণ্য, মেধাবী ও সর্বজনস্বীকৃত ধীমান ব্যক্তিদের নিয়ে গত বুধবার রাত ৯টায় ভার্চুয়াল লাইভ ইভেন্টের মাধ্যমে এক মহতি স্মরণ ও পদকপ্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে পদক গ্রহণ করেছেন বরেণ্য কবি ও বিশিষ্ট সাহিত্যিক আরিফ মঈনুদ্দীন।
গত শতাব্দীর স্বনামধন্য কবি, সাহিত্যিক ও সমাজচিন্তক মাহমুদা খাতুন সিদ্দিকার নামে পদক গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, বরেণ্য কবি ও সাহিত্যিক প্রফেসর ড. শাহনাজ পারভীন। বরেণ্য গবেষক, সম্পাদক ও লেখক শাহাবুদ্দীন আহমদের নামে পদক গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ও লেখক প্রফেসর ড. ইয়াহ্ইয়া মান্নান। বাংলাদেশের নাট্য আন্দোলনের পুরোধা বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও প্রফেসর ড. আসকার ইবনে শাইখের নামে পদক গ্রহণ করেছেন বিশিষ্ট নাট্যকার টিভি ব্যক্তিত্ব ও সংস্কৃতিজন মাহবুব মুকুল। এ মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিশু সংগঠক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, বহু গ্রন্থপ্রণেতা ও সিএনসির সভাপতি অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। প্রধান আলোচক ছিলেন বরেণ্য কবি, সাহিত্যিক, সাহিত্য সম্পাদক ও গীতিকার জাকির আবু জাফর।
অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সিএনসির মিডিয়া এক্সিকিউটিভ মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিগণ বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য দেন। তারা বলেন, আমরা ভালোভাবে উপলব্ধি করেছি, সিএনসি শুধু বর্তমান সময়ের কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিজনসহ বরেণ্য মেধাবী ও বিশিষ্টজনদের পুরস্কৃত করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেন না, তারা একই সাথে সমুজ্জ্বল করার চেষ্টা করছেন দেশ-জাতি-ধর্ম-সংস্কৃতি-ঐতিহ্য সাহিত্য বিনির্মাণে যেসব মহৎ ব্যক্তি অতীতে অনেক উঁচু মাত্রায় কাজ করে গেছেন, তাদেরকেও স্মরণ করার জন্য সিএনসি এসব আয়োজন করছে। তাদের মতো যারা এ যুগসন্ধিক্ষণে কাজ করছেন তাদেরকেও তারা স্মরণ করছেন। অতীত ও বর্তমানের এ সুন্দর মেলবন্ধনের মাধ্যমে আমরা আমাদের প্রজন্মকে জানাতে পারব যে, আমাদের অতীত কী ছিল? আমাদের ঐতিহ্য কী ছিল? আমাদের ধর্ম ও সংস্কৃতি কী ছিল। এ সবের মাধ্যমে আমরা আমাদের আত্মপরিচয় ও জাতিসত্তার একটা মেলবন্ধন তৈরি করতে পারি।


আরো সংবাদ



premium cement
ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ

সকল