১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জমিয়তের আলোচনা সভায় বক্তারা

আধিপত্যবাদ রুখতে মাঠে নামতে হবে

ডিআরইউতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আলোচনা সভায় নেতারা : নয়া দিগন্ত -

বাংলাদেশ আজ কোন দিকে যাচ্ছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেশের অর্থনীতি, রাজনীতি, খাদ্যনিরাপত্তা, জননিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষাব্যবস্থা সব কিছুই হুমকির মুখে। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি সাধন করা হয়েছে। বহু ত্যাগ ও কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন আজ পরাধীনতায় পরিণত। খাদ্য, পানি, শিক্ষা-সংস্কৃতিতে বাংলাদেশের ওপর চলছে বহুমাত্রিক আগ্রাসন। ভোটাধিকার বিপন্ন হওয়ায় মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারছে না। এ পরিস্থিতিতে অধিকার আদায় এবং আধিপত্যবাদ রুখতে সবাইকে সোচ্চার হতে হবে।
গতকাল রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় সঙ্কট : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, এ নডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা ফজলুল করীম কাসেমী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ এভাবে চলতে থাকলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কিছুই থাকবে না, আগামী প্রজন্ম বেড়ে উঠবে বিধর্মীয় বোধ-বিশ্বাসের ওপর। তাই সরকারকে গণদাবি মানতে বাধ্য করার জন্য গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, দেশে অনেক আন্দোলন ও অভ্যুত্থান হয়েছে যার কোনো সুফল পাওয়া যায়নি। তাই ইসলামের ভিত্তিতেই গণজোয়ার সৃষ্টির মাধ্যমে দেশ-জাতির মুক্তি ও সফলতা নিশ্চিত করতে হবে।
জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বাংলাদেশ আজ বহুমুখী সঙ্কটে নিপতিত। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন। সীমাহীন দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ।

 

 


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল