ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ মে ২০২৪, ০১:৪৬
আগামী ১৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবারো ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেন যাত্রার টিকিট বিক্রি করবে। আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে আগামী ২ জুন থেকে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে’ এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী। তিনি বলেন, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে দেয়া হবে। অপর দিকে পূর্বাঞ্চলে চলাচল করার সব ট্রেনের অগ্রিম টিকিট ২টা থেকে বিক্রি করা হবে। রেলওয়ের মহাপরিচালক আরো বলেন, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের টিকিট বিক্রি হবে ৪ জুন, ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন, ১৬ জুনের টিকিট বিক্রি হবে ৬ জুন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মো: জিল্লুল হাকিম ও বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো: আরিফুজ্জামান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা