১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সিভাসু’র সেমিনারে স্যার ওয়াল্টার বদমার

ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ ধূমপান

-

ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ ধূমপান বলে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত জিন-তত্ত্ববিদ ও ক্যান্সার গবেষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার অ্যান্ড ইমিউনোজেনেটিক্স ল্যাবের প্রধান স্যার ওয়াল্টার বদমার। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত ক্যান্সার বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ক্যান্সার আসলে কী এবং কিভাবে আমরা এটি মোকাবেলা করতে পারি’ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার গবেষক স্যার ওয়াল্টার বদমার। সিভাসু’র পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দফতর ওই সেমিনার আয়োজন করে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে স্যার ওয়াল্টার বদমার বলেন, ফুসফুস এবং অন্যান্য ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান। তাই এসব ক্যান্সার প্রতিরোধ করতে হলে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। স্থূলতাও অনেকসময় ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদির কারণ উল্লেখ করে তিনি বলেন, এসব রোগ থেকে রক্ষা পেতে খাবার গ্রহণের ক্ষেত্রে সচেতন হতে হবে। স্যার ওয়াল্টার বদমার আরো বলেন, ২০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী বিভিন্ন ভাইরাস, যা টিকা এবং চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে।
সিভাসু’র পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এস কে এম আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিভাসু’র ভারপ্রাপ্ত ভিসি ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোসতাক ইবনে আইয়ুব।

 


আরো সংবাদ



premium cement
গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

সকল