০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
সিভাসু’র সেমিনারে স্যার ওয়াল্টার বদমার

ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ ধূমপান

-

ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ ধূমপান বলে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত জিন-তত্ত্ববিদ ও ক্যান্সার গবেষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার অ্যান্ড ইমিউনোজেনেটিক্স ল্যাবের প্রধান স্যার ওয়াল্টার বদমার। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত ক্যান্সার বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ক্যান্সার আসলে কী এবং কিভাবে আমরা এটি মোকাবেলা করতে পারি’ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার গবেষক স্যার ওয়াল্টার বদমার। সিভাসু’র পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দফতর ওই সেমিনার আয়োজন করে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে স্যার ওয়াল্টার বদমার বলেন, ফুসফুস এবং অন্যান্য ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান। তাই এসব ক্যান্সার প্রতিরোধ করতে হলে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। স্থূলতাও অনেকসময় ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদির কারণ উল্লেখ করে তিনি বলেন, এসব রোগ থেকে রক্ষা পেতে খাবার গ্রহণের ক্ষেত্রে সচেতন হতে হবে। স্যার ওয়াল্টার বদমার আরো বলেন, ২০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী বিভিন্ন ভাইরাস, যা টিকা এবং চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে।
সিভাসু’র পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এস কে এম আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিভাসু’র ভারপ্রাপ্ত ভিসি ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোসতাক ইবনে আইয়ুব।

 


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল