০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

‘যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত’

-

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।’ যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। বিশ্বের বুকে শিক্ষিত জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। বিশ্বের সাথে প্রতিযোগিতা করে শিক্ষার মানোন্নয়ন করতে আমাদের সরকার বদ্ধপরিকর। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী এবং আরো সমৃদ্ধ করতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করছে।
ফেরদৌস আহমেদ রোববার ঢাকা ক্যান্টনমেন্টের ধামালকোট আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আশরাফউদ্দিন আহমেদের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। ফেরদৌস আহমেদের জ্যেষ্ঠকন্যা নুজহাত ফেরদৌস তার দাদা আশরাফউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠা মরহুম আশরাফ উদ্দিন আহমেদের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন খান বক্তৃতাকালে প্রতিষ্ঠাতা প্রয়াত আশরাফউদ্দিন আহমেদের জীবদ্দশায় জনকল্যাণধর্মী নানামুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং মরহুমের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেরদৌস আহমেদের কাজিন সিনিয়র সাংবাদিক শাহ আক্তারুজ্জামান, বড়ভাই তারেক আহমেদ (খোকন) এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোকশেদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement

সকল