শেখ আবুল কাশেম মিঠুন স্মরণ ও দোয়া
- ২৬ মে ২০২৪, ০১:২৫
বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের উপ-পরিচালক চলচ্চিত্র নায়ক শেখ আবুল কাশেম মিঠুনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি সংসদের উদ্যোগে শনিবার বিএফডিসির মান্না ভবনের ফজলুল হক মিলনায়তনে স্মরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মৃতি সংসদের সদস্যসচিব মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেতা আ: আজিজ।
আব্দুর রউফের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান মুর্তাজা, চলচ্চিত্র পরিচালক আল হোসাইন পিয়ারু, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান কবির সাজু, গীতিকার হাসান আখতার। আরো বক্তব্য রাখেন এম এ তাওহিদ, আ আ ফারুক খান, হুসনে মোবারক, আফসার নিজাম, এ বি এম নোমান, আবদুল হাই সেলিম, স্বজন জহির, রফিকুল ইসলাম রলি, লিয়াকত আলি প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, হেরার আলোয় উদ্ভাসিত হয়ে বদলে যাওয়া জীবনের বাস্তব উদহারণ শেখ আবুল কাশেম মিঠুন, তিনি স্বপ্ন দেখতেন একটি সুস্থ সুন্দর সংস্কৃতি বিনির্মাণের। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা