১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীর শাহীনবাগে কুপিয়ে ও বাড্ডায় পিটিয়ে হত্যা

-

রাজধানীর শাহীনবাগে রনি মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রনির ভাই রফিক মিয়া (৩১)। অন্য দিকে বাড্ডায় আকাশ খান (২১) নামে অপর এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। দু’টি ঘটনায় শুক্রবার গভীর রাতে ঘটে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাগ্নে মোহাম্মদ জুয়েল জানান, তার মামা রনি রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালান। থাকেন তেজগাঁও শাহীনবাগের টিনশেড বাসায়। ওই বাসাটা তার বাবা মৃত ওবায়দুর রহমানের। শুক্রবার রাতে রনির পূর্ব পরিচিত ও ভাড়াটিয়া মোরশেদসহ কয়েকজন মিলে ওই বাসার একটি রুমে আড্ডা দিচ্ছিল। গভীর রাতে মোর্শেদের সাথে রনির বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে মোর্শেদ রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রনির চিৎকার শুনের পাশের ঘর থেকে তার ভাই রফিক ছুটে গেলে মোর্শেদ তাকেও কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় রনিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ভোর ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, মাদক সেবন ও তাস খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে একজনের ছুরিকাঘাতে রনির মৃত্যু হয়েছে। তারা সবাই ওই রুমে মাদক সেবন করছিল। ঘটনার সাথে জড়িতদের ধরার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এ দিকে নিহত আকাশ খানের ফুপু পায়েল আক্তার অভিযোগ করে বলেন, আকাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। গত সাত মাস ধরে মাহি নামের এক বান্ধবীর সাথে উত্তর বাড্ডার জামতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতো আকাশ। শুক্রবার রাতে মাহির সাথে আকাশের কোনো এক বিষয় নিয়ে ঝগড়া হয়। কথাকাটাকাটির একপর্যায়ে লোক ডেকে জড়ো করে মাহি। পরে আকাশকে পিটিয়ে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে ভোর ৫টার দিকে আমার তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আকাশের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ বাদল খান। তিন ভাইয়ের মধ্যে আকাশ ছিল দ্বিতীয়। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 


আরো সংবাদ



premium cement