বাজেটে ক্ষেতমজুরদের জন্য রেশনিং পেনশনসহ সারা বছর কাজের জন্য অর্থ বরাদ্দের দাবি
- ২৬ মে ২০২৪, ০১:২৪
আসন্ন বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের দাবি বাস্তবায়নে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে ক্ষেতমজুর সমিতির উদ্যোগে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর বাজেট হয়। কিন্তু দেশের বেশির ভাগ মানুষের স্বার্থে সেই বাজেট হয় না। যাদের ট্যাক্সের টাকায় দেশ চলে তাদের জন্য সেই সাধারণ শ্রমজীবী মানুষের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ থাকে না। আবার সামাজিক নিরাপত্তা খাতের নামে যাও বরাদ্দ থাকে তার যৎসামান্যই অল্প কিছু মানুষের কাছে পৌঁছায়, আর বেশির ভাগ চলে যায় লুটপাটকারীদের পকেটে।
সমাবেশে নেতৃবৃন্দ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের সারা বছর কাজের জন্য বিভিন্ন স্কিম চালু করা, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি সব উপজেলায় চালু, প্রকৃত গ্রামীণ মজুরদেরকে ১০০ দিনের কাজে নিয়োগ, মজুরি কমপক্ষে ৮০০ টাকা নির্ধারণ করার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি জানানো হয়।
বক্তার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ। গ্রামীণ মজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করে ৫ টাকা কেজি দরে চাল আটা লবণ, ৩০ টাকা কেজি দরে সয়াবিন তেল ও মসুরের ডাল, ১৫ টাকা কেজি দরে চিনি ও কেরোসিন এবং সাবানসহ নিত্যপণ্য কম দামে রেশনের মাধ্যমে দিতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ ক্ষেতমজুরের কর্মক্ষম সন্তানদের ভকেশনালসহ বিভিন্ন ট্রেনিং দিয়ে কাজের উপযুক্ত করে সরকারি খরচে বিদেশে পাঠানো ও তাদের প্রেরিত রেমিট্যান্স থেকে মাসে মাসে কিস্তিতে সেই টাকা পরিশোধের ব্যবস্থার দাবি করেন। সেই সাথে গ্রামীণ মজুরদের বয়স ৬০ বছর হলেই তাদেরকে বিনা জমায় প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন দিতে হবে। এই পেনশন নারী পুরুষ উভয়কেই দিতে হবে।
সমাবেশে গ্রামীণ দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা থেকে সব সময় অবহেলিত। এ জন্য থানা/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিকভাবে পর্যাপ্ত ডাক্তার ও গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসাবো দেয়া এবং গরিব মানুষের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মওকুফের দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি ডা: ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, অ্যাডভোকেট সোহেল আহমেদ, সহসভাপতি পরেশ কর, সহসাধারণ সম্পাদক অর্ণব সরকার, নির্বাহী কমিটির সদস্য রমেন বর্মণ, মোতালেব হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, লোকনাথ বর্মন, কল্লোল বণিক প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা