০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কৃষি গবেষণা ও উৎপাদন নিয়ে দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

-

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অনাকাক্সিক্ষত পরিবেশে কৃষির উৎপাদন অব্যাহত রাখা ও স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে দু’দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সড অ্যাগ্রিকালচারাল রিসার্চ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ সম্মেলন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অনুষ্ঠিত হয়। সম্মেলনে আমেরিকা, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ভারত, চীন, কেনিয়া ও বাংলাদেশসহ ৪৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।

গতকাল শুক্রবার সিকৃবির পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মোহাম্মদ ছফিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। অনুষ্ঠানে সিকৃবির ভিসি অধ্যাপক ড. মো: জামাল উদ্দিন ভূঁইয়া, ড. মো: সিদ্দিকুল ইসলাম, ড. মো: ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকৃবির পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মোহাম্মদ ছফিউল্লাহ ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এজেন্সির পরিচালক ড. লিহি ও পশ্চিমবঙ্গের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মানাস মোহন অধিকারী উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিকৃবির ভিসি অধ্যাপক ড. মো: জামাল উদ্দিন ভূঁইয়া এবং প্ল্যানারি স্পিকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: তোফাজুল ইসলাম।

আন্তর্জাতিক এ কর্মশালায় দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানীদের দাখিলকৃত ৫০০টি গবেষণাভিত্তিক প্রবন্ধের মধ্যে প্রায় ৩০০টি প্রকাশিত হয়।
উল্লেখ্য, এই সেশনের কিনোট স্পিকার ছিলেন ড. হাসান মোহাম্মদ আব্দুল্লাহ। বিজ্ঞানীরা এই সেশনে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বিদ্যমান পরিস্থিতিতে কৃষির উৎপাদন অব্যাহত রাখা ও জলবায়ু সহনশীল পরিবেশের উন্নয়নের ওপর গবেষণাভিত্তিক ফলাফল উপস্থাপন করেন।


আরো সংবাদ



premium cement
আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ

সকল