১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু

-

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে গতকাল শুক্রবার ফল সেমিস্টার ২০২৪ এর ভর্তি মেলা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত। সবুজ ক্যাম্পাস ও চমৎকার শিক্ষা পরিবেশে ছাত্র ও ছাত্রীদের মেধা ও মননে অনুকূল প্রভাব রাখছে। এতে শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে, নিজেকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার কেন্দ্রস্থল। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হলো, নিজেকে যুক্তিবাদী ও নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব সাইয়েদ উছামা আল মুসাদ্দেক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন জ্ঞান অর্জন ও মানবিক মানুষ গড়ে উঠতে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিকল্প নেই।
স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী। এ ছাড়াও উক্ত ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ ন ম রফিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ মারুফ বক্তব্য রাখেন। এ সময়ে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৪ মে থেকে ৩১ মে ২০২৪ পর্যন্ত ভর্তিমেলা চলবে। ভর্তিমেলা চলাকালীন ভর্তি ফির ওপর ৫০% ছাড়ের পাশাপাশি স্পট অ্যাডমিশনের ওপর থাকছে বিশেষ ছাড়। ভর্তিমেলা ৩১ মে শেষ হলেও ফল সেমিস্টার-২০২৪ এর ভর্তি কার্যক্রম চলমান থাকবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement