১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে জামায়াত’

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, জামায়াত স্বনির্ভর, আত্ম-মর্যাদাশীল এবং ক্ষুধা ও বেকারত্বমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতিগঠনে জামায়াতের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। মানবজাতির কল্যাণ সাধনই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নেই জামায়াত দেশের বিভিন্ন প্রান্তে অভাবী শ্রমজীবী মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টিমূলক বিভিন্ন উপকরণ বিতরণ করছে।
গতকাল যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসংস্থান প্রকল্পের অংশ হিসেবে জেলার পাঁচটি উপজেলায় বেকার শ্রমজীবী অসহায় মানুষের মধ্যে ব্যাটারিচালিত ভ্যান প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আমির মাস্টার নূরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবদুল মালেক খান, অ্যাডভোকেট তাজউদ্দিন আহমাদ, প্রভাষক হাবিবুর রহমান প্রমুখ।

ঢাকা মহানগরী দক্ষিণ : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মুগদা থানা পূর্বের সক্রিয় সহযোগীদের নিয়ে গতকাল স্থানীয় একটি মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শামছুর রহমান। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও মুগদা থানা পূর্ব আমির মো: ইসহাকের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য কুতুবউদ্দিন আরমান, নেসার উদ্দিন, সোলায়মান হোসেন, মুশফিকুর রহমান, মো: ইউনুছ, মো: ওসামা মুন্সি সুরুজ, শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদেরকে এক মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তা হচ্ছে সব মতবাদের ওপরে দ্বীন ইসলামকে মনোনীত বিধান হিসেবে গ্রহণ করে তা সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামে উত্তীর্ণ হওয়া। ইকামাতে দ্বীনকে বিজয়ী করার জন্য আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 


আরো সংবাদ



premium cement
বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর

সকল