রংপুর আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
- রংপুর অফিস
- ২১ মে ২০২৪, ০০:৪৪
বোমা বানিয়ে নাশকতা সৃষ্টির মামলায় আানছার উল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশে দিয়েছে রংপুর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনাল। সোমবার দুপুরে ট্রাইবুনালের বিচারক মজিবুর রহমান এই আদেশ দেন। মামলায় একজনকে খালাস দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রুহুল আমীন তালুকদার জানান, ২০১৭ সালের ৩ মে রংপুর মহানগরীর কেরানীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আানসারুল্লাহ বাংলা টিমের অনলাইন গ্রুপ লিডার জাহিদ হোসেনের বাড়িতে অভিযান চালায় র্যাব-১৩ রংপুর। এ সময় সেখান থেকে জাহিদ হাসানকে গ্রেফতার এবং গান পাউডার, বিয়ারিং, ক্যাপাসিটার, কচটেপসহ বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা করলে শাহ আলম সজিব, মোবারক হোসেন জাকারিয়া নামে আরো তিন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে গ্রেফতার ও তাদের নামে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষী ও জেরা শেষে জাহিদের বিরুদ্ধে সাড়ে ৪ বছর, ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস এবং সজিব ও মোবারককে ৪ বছর করে কারাদণ্ডাদেশ ও ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের করে কারাদণ্ডাদেশ দেন বিচারক। এ সময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাকারিয়াকে খালাস দেয় আদালত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা