জাতীয় এসএমই মেলায় সোনালী ব্যাংকের অংশগ্রহণ
- ২০ মে ২০২৪, ০০:০০
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত সাত দিনব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলা ২০২৪ ‘এসএমই ফাইন্যান্সিং ফ্যাসিলিটিজ ফেয়ার’-এ অংশ নিচ্ছে রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। রোববার সম্মেলনকেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় সোনালী ব্যাংকের স্টলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো: ওয়াহিদুল ইসলাম ও মো: আবু সাঈদসহ অন্যান্য ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলা চলাকালীন স্টলে আগত গ্রাহক ও দর্শনার্থী থেকে উদ্যোক্তা বাছাই, তাৎক্ষণিক ঋণমঞ্জুরি এবং এসএমই ঋণসংক্রান্ত সবরকমের তথ্য ও সেবা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।