১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

-

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো: আবুল বাশার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি ইন্টারনেট ব্যাংকিং এ্যাপ ‘এনসিসি অলওয়েজ’ এবং ‘কাস্টমার সেল্ফ সার্ভিস’ পোর্টাল চালুর ঘোষণা দেন। ব্যাংকের ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মো: আবদুল আউয়াল, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ মো: নূরুন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফ সি এ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যরা এ সময়ে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল ইসলাম বারাকাতী এতে মুনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement