কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল তারেক
- কূটনৈতিক প্রতিবেদক
- ১৮ মে ২০২৪, ০০:০০
সরকার কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রণালয়ে প্রেষণে নিযুক্ত হওয়ার আগে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি, ৪৪ এবং ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেজর জেনারেল তারেক অ্যাঙ্গোলা এবং আইভরি কোস্টে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য স্বতন্ত্র সম্মানও পেয়েছিলেন।
মেজর জেনারেল তারেক বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিস, ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স এন্ড স্ট্রাটিজিক স্টাডিস এবং ইউ আর্মি ওয়ার কলেজ থেকে মাস্টার্স ইন স্ট্রাটিজিক স্টাডিস অর্জন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা