কেএফ্সি’র চমক ‘ডাবল ডাউন’- অল চিকেন, নো বান
- ১৮ মে ২০২৪, ০০:০০
অল চিকেন, নো বান : ডাবল ডাউনের অসাধারণ স্বাদের জাদুতে ভোজনরসিকরা হারিয়ে যাবে এক অনন্য দুনিয়ায়। কারণ এতে সাধারণ বানের পরিবর্তে আছে দুটি ক্রিস্পি জিঙ্গার ফিলে। শুধু তাই নয়, ফাহিতা মেয়ো ও উডফায়ার সিজনিং ফ্লেভার, সাথে ফ্রেশ পেঁয়াজ ও আইসবার্গ লেটুস ও চিজের সংমিশ্রণ ডাবল ডাউনকে দেয় এক অতুলনীয় স্বাদ। কেএফসি ডাবল ডাউন এখন সারা দেশ জুড়ে পাওয়া যাবে ৩৯৯ টাকা ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার, কল ফল ডেলিভারি ও কেএফসি অ্যাপে। ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যা ২০০৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা