১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা সমাপ্তি

-


বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিযোগিতা গত বছর অনুষ্ঠিত হলেও এই পুরস্কার প্রদানের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হলো। এ উপলক্ষে গতকাল সকালে শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার তুলে দেন বরেণ্য ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান এবং শিল্পকলা একাডেমির মহাপরচিালক লিয়াকত আলী লাকী।
এতে প্রথম পুরস্কার পেয়েছেন মো: রেজওয়ানুল হাসান, দ্বিতীয় হয়েছেন সৈয়দ মেহেদী হাসান এবং তৃতীয় হয়েছেন আবদুল গণি। এ ছাড়া সম্মানসূচক পুরস্কার পেয়েছেন আরো ১০ আলোকচিত্র শিল্পী। তাদের মধ্যে রয়েছেন, শোয়েব ফারুকী, মো: সাইফুল ইসলাম খান, মো: আহনাফ আল ইয়াছির, আজিম খান রনি, উশৈশিং মারমা, লুৎফর রহমান, মো: খোরশেদ আলম, দীপু মালাকার, মোহাম্মদ রুবেল এবং সবুজ হাওলাদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। কৃতজ্ঞতা প্রদান করেন একাডেমির সচিব সালাউদ্দিন আহাম্মদ।

সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ফটো সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে বলেন, ‘ফটোগ্রাফি এখন বিশ্বব্যাপী সমাদৃত, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক যত ধরনের চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় তাতে অসাধারণ ভূমিকা পালন করে এই ফটোগ্রাফি’। ধর্মের সাথে শিল্পচর্চার কোনো বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে শিল্পের সাথে ধর্মের একটা সংঘর্ষের কথা বলে, ধর্মকে নানানভাবে অপব্যাখ্যা এবং কলুষিত করে। যা শিল্পের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক নয়।’ পরে বিজয়ী আলোকচিত্র শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
প্রতিযোগিতার আয়োজকরা জানান, সংস্কৃতিচর্চার সাথে সম্পৃক্ত যে কোনো ইতিবাচক কর্মকাণ্ডকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উৎসাহিত করে। তারই অংশ হিসেবে ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অনলাইনে ৩১৪ জন আলোকচিত্র শিল্পীর ৬৩৮ টি আলোকচিত্র জমা পড়ে। পরে বিচারকদের বিচার বিশ্লেষণের মাধ্যমে ২২৯ জন আলোকচিত্র শিল্পীর ২৩৫টি আলোকচিত্র এই প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।

এতে বিচারকমণ্ডলী হিসেবে ছিলেন, এবিএম রফিকুর রহমান, আবির আবদুল্লাহ, এসএম গোর্কি এবং মনির উজ্জামান। আলোকচিত্র প্রদর্শনী ৩০ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে প্রদর্শিত হয়।
বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিচ্ছবিকে উপস্থাপনার লক্ষ্যে প্রথম আয়োজিত এ আলোকচিত্র প্রতিযোগিতা ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ এর এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর ধারাবাহিকতা অব্যাহত রাখারও ঘোষণা দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল