১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর রুমে রহস্যজনক আগুন

ফরিদপুর মেডিক্যাল কলেজের স্টোর রুমে আগুন নিভাচ্ছে দমকল কর্মীরা : নয়া দিগন্ত -

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর রুমে আবারো রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয়। এ নিয়ে এক মাসে তিনবার হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। মুহূর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ওষুধের কিছু কার্টন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
এ বিষয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক দীপক কুমার বলেন, স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, এক মাসের মধ্যে এই হাসপাতালে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কী কারণে এসব আগুন লাগছে তা খতিয়ে দেখা উচিত। প্রসঙ্গত, এর আগে ২২ মার্চ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের মর্গে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ৩১ মার্চ এই হাসপাতালের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement