সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ মে ২০২৪, ০০:০০
রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সাথে আদালতের সময় নষ্ট করায় সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে সেলিম প্রধানের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম নুরুল আলম। ইসির পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও আশফাকুর রহমান। অপর প্রার্থীর পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
শুনানিতে সেলিম প্রধানের আইনজীবী তার আবেদনটি নন-প্রসিকিউশনের জন্য আবেদন করেন। তখন আপিল বিভাগ বলেন, আপনাদের জরুরি কথা বিবেচনা করে আবেদনটি লিস্টে আনা হয়েছে। এখন বলছেন নন-প্রসিকিউশন করবেন। সবকিছুর একটা সীমা থাকা দরকার। এরপর আদালতের সময় নষ্ট করার জন্য সেলিম প্রধানকে ১০ হাজার টাকা টোকেন জরিমানা করা হয়।
গত ৬ মে সেলিম প্রধানের প্রার্থিতা ও প্রতীক বরাদ্দে হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সেলিম প্রধানকে চার বছর করে কারাদণ্ড দেন আদালত। ওই সাজার কারণে গত ২৩ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সেলিম প্রধান আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করলে গত ২৮ এপ্রিল তা নামঞ্জুর হয়। পরে তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেন। সেই সাথে সেলিম প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করতে ও তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।