০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে সরকার : নজরুল ইসলাম খান

-

সরকার দেশকে পুরোপুরি পরনির্ভরশীল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতিনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করায় আগ্রহ বেশি। দেশকে এখন পুরোপুরি পরনির্ভরশীল করে ফেলা হয়েছে। দেশ এখন দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো দিক থেকে আমরা ভালো কিছু দেখছি না। দেশে ব্যাংক লুট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। দেশে রিজার্ভ কমে যাচ্ছে, কিন্তু সরকার এখনো ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। আমাদের রফতানি আয় এখন হুমকির মুখে। দেশে গ্যাসের অনুসন্ধান করে মানুষের চাহিদা মেটানোর চেয়ে সরকারের আমদানি করার প্রবণতা বেশি।
তিনি বলেন, দেশে একদিকে লোডশেডিং হচ্ছে, অপরদিকে ক্যাপাসিটি চার্জের নামে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এই লুটপাটের মাশুল দিতে হচ্ছে জনগণকে। সারা দুনিয়ায় তেলের দাম কমলেও আমাদের দেশে বেড়েছে। দেশে বেকার সংখ্যা বেড়েছে। জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। গবেষকরা বলছেন, প্রতি বছর গরিবের সংখ্যা বাড়ছে, শিশুমৃত্যুর হার বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ার মানে হলো প্রকৃত মজুরি কমে যাওয়া। এই সরকার কোনো কিছুর পরোয়া করে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এদেশের সাধারণ মানুষ বড় কষ্টে আছে। আমাদের ১৬টি চিনিকল ছিল, এখন বর্তমানে মাত্র সাতটি টিকে আছে। কিন্তু সেগুলোর অবস্থাও ভালো নয়।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে যদি ছাত্র আন্দোলন থাকতো, তাহলে হয়তো এই সরকার ক্ষমতায় থাকতে পারতো না। এই সরকার খুব একটা সুখে নেই। ৭ জানুয়ারির নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন আরো খারাপ হয়েছে। দেশে রিজার্ভ কমে গেছে। বাংলাদেশের সরকার ক্ষমতায় নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে। আমাদেরকে একটা কার্যকর ঐক্য তৈরি করে আন্দোলনে নামতে হবে। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল প্রমুখ।


আরো সংবাদ



premium cement