১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে ইসলামী গবেষণা কেন্দ্রের উদ্বোধন

-

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে গতকাল বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের আমির মুফতি সাইয়্যেদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক মাস্টার সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক আজহারী, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা ও কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম সর্বকালের সর্বযুগের মানুষের জন্য উপযোগী একমাত্র জীবন ব্যবস্থা। কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে যেসব বিষয়ের মুখোমুখি হবে তার বিধান এ ব্যবস্থায় বর্তমান থাকবে- এটিই স্বাভাবিক। কিন্তু মানুষ এমন অনেক বিষয়ের সম্মুখীন হয়, যার কোনো বিধান সরাসরি এতে পাওয়া যায় না। নবুওয়াত ও রিসালাতের ধারা সমাপ্ত হওয়ায় ওহির মাধ্যমে এসব সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনাও নেই। তবে ওহিভিত্তিক এমন পদ্ধতি অবশিষ্ট রয়েছে, যার মাধ্যমে প্রত্যেক যুগের যেকোনো নতুন বিষয়ের সমাধান সম্ভব। পৃথিবীর প্রতিটি কাজেরই একটি নির্দিষ্ট নিয়মনীতি থাকে। একইভাবে ওহিভিত্তিক ওই পদ্ধতির আলোকে সাম্প্রতিক বিষয়ের ইসলামী বিধান উদ্ভাবনেরও নির্দিষ্ট নীতিমালা রয়েছে। যার ওপর ভিত্তি করে গবেষকদের কাক্সিক্ষত বিধান নির্ণয়ের পথে চলতে হয়। এরকম সমসাময়িক বিষয়ের ওপর ইসলামী বিধান উদ্ভাবনের ক্ষেত্রে মহানবী (সা.) এর সাহাবী ও তাবেঈগণ বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতেন। তাদের অনুসৃত সে পদ্ধতির আলোকে সমকালীন সমস্যার সমাধানের পথনির্দেশ নিয়ে আলোচনা করাই ইসলামী গবেষণার মূল প্রতিপাদ্য বিষয়। সংস্কৃতি ও সেবামূলক বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

সকল