১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডোনাল্ড লুর আগমনে সরকার ভীত : ববি হাজ্জাজ

-

দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আগমন সরকারের উচ্চমহলে আতঙ্ক ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এনডিএম আয়োজিত ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এনডিএমের মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ঢাকা সফরে এসেছেন মার্কিন সরকারের আলোচিত প্রতিনিধি ডোনাল্ড লু। তার আগমনকে সরকার সন্দেহের চোখে দেখছে বলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিসহ আমাদের সব বিরোধী দলগুলোকে উদ্দেশ করে তির্যক মন্তব্য করেছেন। তিনি বলেন, মূলত ডোনাল্ড লুর আগমনে সরকার ভীত। মধ্যবর্তী একটি নির্বাচন অনুষ্ঠিত করতে মার্কিন সরকার চাপ দেয় কি না এই অজানা আতঙ্কে ভুগছে সরকারের শীর্ষ মহল। এনডিএম চেয়ারম্যান বলেন, লু এমন সময় বাংলাদেশ সফর করছেন যখন একতরফা ভোটারবিহীন জাতীয় নির্বাচনের পর একই কায়দায় উপজেলা নির্বাচনের প্রথম ধাপ সদ্য অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের পাতানো সব নির্বাচন থেকে জনগণ কিভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে। জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আজ আওয়ামী মাফিয়া গোষ্ঠীর কাছে জিম্মি। প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করা হয়েছে। প্রতিটি থানা আজ যেন আওয়ামী লীগের বিকল্প কার্যালয়। সচিবালয়ে বসে হিসাব করা হয় এই সরকারকে ক্ষমতায় রাখতে পারলে বেগমপাড়ায় কিভাবে আরো বেশি সম্পদ গড়া যায়। ববি হাজ্জাজ বলেন, ইসলামিক শক্তিগুলোকে সরকার পরিকল্পিতভাবে বিভক্ত এবং নিষ্ক্রিয় করে রাখার কৌশল নিয়েছে। তবে সরকারের সব কূটকৌশলকে ব্যর্থ করে জাতীয়তাবাদী এবং মূলধারার ইসলামী শক্তিগুলোকে একত্র করে অচিরেই আবার আমরা রাজপথে নামব ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, কোন রাজনৈতিক দল আমাদের শত্রু নয়। দলগুলোর আদর্শিক মতভিন্নতা থাকতে পারে। কিন্তু দেশ ও ভোটাধিকারের প্রশ্নে আমরা সব দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। অতীতেও আমরা দেশ-জাতির প্রয়োজনে এভাবে ভূমিকা রেখেছি। আগামীতেও ভূমিকা রাখতে চাই। এজন্য আমাদের এক টেবিলে বসতে কোনো আপত্তি নেই। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকন, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, এবি পার্টির সদস্যসচিব মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement