ওবায়দুল কাদেরের ভাইকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ মে ২০২৪, ০২:০০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তাকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমানের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো: ইকবাল কবীর ও বিচারপতি মো: আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমানের দেয়া সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে শাহাদত হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী মো: একরামুল হক টুটুল ও তামান্না ফেরদৌস। ইসির পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও আশফাকুর রহমান। গত ৯ মে আপিলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল ছিল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় মনোনয়নপত্র বাতিল করেন। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শাহাদত হোসেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কাদের মির্জাকে হত্যার হুমকির অভিযোগ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা জানান, আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে মোবাইলে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মেয়র নিজেই মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ থানায় জিডি দায়ের করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মিজানুর রহমান বাদলের অনুসারী আমাকে হত্যার হুমকি দিয়েছে। তারা কোম্পানীগঞ্জের পার্শ্ববর্তী দাগনভূঞা, সুবর্ণচর, কবিরহাট ও সেনবাগ উপজেলার অস্ত্রধারী সন্ত্রাসীদের এনে নির্বাচনী পরিবেশ নষ্ট করতেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা