০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

দেশে ফিরেছে এমভি আবদুল্লাহ নাবিকরা স্বজনদের কাছে যাবেন আজ

-

সোমালীয় উপকূলে জিম্মিদশা থেকে মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে পণ্য খালাস ও নতুন পণ্য লোড করে অবশেষে কুতুবদিয়া এ্যানকরেজে নোঙর করেছে সামুদ্রিক জাহাজ এমভি আবদুল্লাহ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় জাহাজটি নোঙর করার তথ্য নিশ্চিত করেন জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। জাহাজটি নোঙর করার তথ্য জানিয়ে নিজের ফেসবুক পেজে জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান লেখেন ‘ভালোবাসি বাংলাদেশ। আমার বাংলাদেশ।’ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা পরিবহন করে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সময় জাহাজটি গত ১২ মার্চ রাতে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ দেনদরবার শেষে গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুমুক্ত হয় জাহাজটি ও এর ২৩ নাবিক। মুক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের আটলান্টা অপারেশনের যুদ্ধ জাহাজের প্রহরায় জাহাজটি সোমালি উপকূল অতিক্রম করে এবং গত ২২ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে কয়লা খালাসের পর ৫৬ হাজার টন চুনাপাথর লোড করার পরে মিনা সাকার এবং ফুজাইরা বন্দর হয়ে জাহাজটি ৩০ এপ্রিল ভোরে আরব আমিরাত ত্যাগ করে।
এদিকে জাহাজটির ২৩ নাবিকও জিম্মি দশার দুই মাস পর দেশে ফির স্বজনদের সাথে সাক্ষাতের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, যাদের সবাই বাংলাদেশী। কেএসআরএম গ্রুপ সূত্রে জানা গেছে, জাহাজটিতে নতুন ২৩ জন নাবিক যোগদান করার কথা গতকালই। তারা এমভি আবদুল্লাহ জাহাজে যোগদানের পর জিম্মিদশা থেকে মুক্ত নাবিকরা দায়িত্ব হস্তান্তর করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে আজ মঙ্গলবার মুক্ত নাবিকরা দুপুর নাগাদ সদরঘাটে কেএসআরএম জেটিতে পৌঁছানোর পর তাদের সেখানে শুভেচ্ছা জানানোর কথা রয়েছে। সূত্র জানায়, জাহাজটির গভীরতা (ড্রাফট) বেশি থাকায় কুতুবদিয়ায় প্রাথমিকভাবে কিছু পরিমাণ পণ্য খালাসের পর চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে এনে বাকি পণ্য খালাস করা হবে।
গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং লাইনের এই জাহাজটি সোমালিয়ার দস্যুরা ছিনতাই করে নিজেদের নিয়ন্ত্রিত উপকূলে নিয়ে যায়। ৩২ দিন পর গত ১৩ এপ্রিল দিবাগত রাতে মুক্তিপণ দিয়ে জাহাজটি মুক্ত হয়।

 


আরো সংবাদ



premium cement
ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা খালেদা জিয়ার ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে অনুমতি বাতিল কমিশনের সুপারিশের পরেই স্বাস্থ্য খাত সংস্কার হবে : স্বাস্থ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ২ কৃষক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাভারে আ’লীগ সমর্থিত সাবেক পরিবহন নেতা মশা গ্রেফতার ফ্যাসিবাদ উৎখাত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না : এম এ হাশেম রাজু সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত পানামা ফারুক তাহসানের শ্বশুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীকে সেমিস্টার ড্রপ মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষে আহত ১২ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর হামলায় জড়িত ১৫ জন বরখাস্ত

সকল